নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর খন্ড বিখণ্ড বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকার একটি পুকুরের ধার থেকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায় পচা লাশের গন্ধ ও একটি বস্তায় লাশের হাত দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে এই লাশ উদ্ধার করে।
মৃত দুই নারীর নাম নাম স্বপ্না ও লামিয়া ও শিশু হাবিব। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ইয়াসিন নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের অনুমান পারিবারিক দ্বন্দ্বের জেরে তাদেরকে হত্যা করা হয়েছে। নিহত স্বপ্না (৩৫), তার ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ৪ বছরের শিশু আব্দুল্লাহ ।
তবে এর সঙ্গে আর কোন ঘটনা আছে কিনা সেটা পুলিশ গভীরভাবে তদন্ত করে দেখছে। এবং লাশের খন্ড বিখন্ড আরো অংশ খুঁজে পেতে চেষ্টা চলছে বলে জানায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম।
পিবিআই থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরের তথ্য অনুসন্ধানের কাজ চলছে বলে জানান তিনি।