পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরূপপুর গ্রামের কুড়ানু মন্ডলের ছেলে মনজুরুল আলমের জমিতে ধানের চারা রোপণ করা হয়। ওই জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ একই গ্রামের আনিছুর রহমানের ছেলে সাঈদ হোসেনসহ কয়েকজন ধানের চারা বিনষ্ট করে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে হাট-চকগৌরী বাজারে মনজুরুল আলম ও সাঈদ হোসেনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে সাঈদ হোসেন হাতে থাকা লোহার রড়ের তৈরি সুলপি (এক মাথা সূচালো লোহার রড) দিয়ে মনজুরুল আলমকে আঘাতের চেষ্টা করলে ব্যর্থ হয়। পরে তিনি মনজুরুলের বিয়াই ও স্থানীয় বিএনপি কর্মী লিয়াকত আলী সরদারের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় নিহতের স্বজন মনজুরুল আলম বাদী হয়ে সাঈদ হোসেন ও তার পিতা আনিছুর রহমানসহ পাঁচজনকে আসামি করে মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।