নওগাঁর পত্নীতলায় কিশোরীকে অপহরণ করে ধর্ষণের মামলায় আব্দুস সালাম (৩৮) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রোববার বেলা ১১টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এ মামলার অপর তিন আসামি—চয়েন আলী মুন্সি, আলমগীর হোসেন ও নাজমা খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, “সন্দেহাতীতভাবে আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। অপরাধী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে।” অপরদিকে আসামি পক্ষে কৌঁসুলি ফাহমিদা কুলসুম জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ জুলাই বিকেলে সপ্তম শ্রেণীর ছাত্রীকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে আব্দুস সালাম। পরে তাকে ভাড়া বাসায় আটক রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। কিশোরীর বাবা পত্নীতলা থানায় মামলা করলে র্যাব অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেছে।