নওগাঁর ধামইরহাট উপজেলার রঘুনাথপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের অপসারণের দাবিতে স্থানীয় ছাত্রজনতা ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় রঘুনাথপুর বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে রফিকুল ইসলাম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে বহাল রয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করছেন। এতে মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে পড়েছে, শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং পাশের হারও আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে।
বক্তারা বলেন, এভাবে চলতে থাকলে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই অবিলম্বে দুর্নীতিবাজ অধ্যক্ষ রফিকুল ইসলামের অপসারণ দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।