অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে “গুগল পে” । গুগল পে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংকিং পেমেন্ট গেটওয়ে চ্যানেল। যার সাহায্যে ইন্টারন্যাশনালি যেকোনো ধরনের পণ্য ক্রয়ের পরে পেমেন্ট করা যায় ।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সিটি ব্যাংক এর সাথে আনুষ্ঠানিকভাবে কাজ করতে সম্মত হয়েছে “গুগল” শোনা যাচ্ছে অতি দ্রুত বাংলাদেশ এটি চালু হতে যাচ্ছে ।
গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। আনুমানিক আগামী এক মাসের মধ্যে এই সেবা পেয়ে যাবেন সিটি ব্যাংকের গ্রাহকরা । শুরুতে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টারকার্ড তাদের গুগল ওয়ালেটে ” । (গুগল ওয়ালেট হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট অ্যাপ)। এর সাথে সংযুক্ত করতে পারবেন ।
যে মোবাইলে গুলোতে NFC-সাপোর্টেড করে সেই ফোনগুলোর সাহায্যে শপিং করার পরে সহজে নির্দেশনা অনুযায়ী পিওএস লেনদেনের গুলি সহজে ফেলতে পারবেন।
পেমেন্ট করার পরে ভ্যাট ট্যাক্স সার্ভিস সহ আনুসাঙ্গিক চার্জগুলি যে সম্মানিত গ্রাহকদের ফি প্রদান করে দেয়া হয় তাহলে সাধারণ মানুষের কাছে এই সেবা বিকাশ কিংবা নগদ সহ আরো বিকল্প ডিজিটাল পেমেন্টের প্রতিপক্ষ হয়ে উঠতে পারে ।
সত্যের সন্ধানে দৈনিক স্পষ্টবাদী সত্য সন্ধানে আরো একধাপ এগিয়ে ।
গুগল ও সিটি ব্যাংক একসঙ্গে এই সেবা বাস্তবায়ন করছে। ধাপে ধাপে অন্যান্য ব্যাংকও যুক্ত হবে। গুগল ওয়ালেট ব্যবহারকারীর আর্থিক তথ্য সংরক্ষণ না করায় বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমোদন প্রয়োজন নেই, তবে সেবায় যুক্ত হতে চাওয়া ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।
গুগল ওয়ালেট সাধারণত নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড দিয়ে লেনদেনে চার্জ নেয় না, তবে কার্ডধারীর ব্যাংক নিজস্ব নীতিমালায় ফি ধার্য করতে পারে। যদি লেনদেন আন্তর্জাতিক সার্ভারের মাধ্যমে হয়, তাহলে ফি লাগার সম্ভাবনা রয়েছে।
Google 🤝 City Bank
#Pixvaly #GooglePay #GPay #CityBank #TheDailySpastobadi