• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
  • |
  • |

দিনাজপুরে বিএডিসি’র শ্রমিকদের কর্মবিরতি ও সমাবেশ

রংপুর ব্যুরো / ২৮ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
দিনাজপুরে বিএডিসি’র শ্রমিকদের কর্মবিরতি ও সমাবেশ

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি দিনাজপুরে কর্মরত নারী পুরুষ শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছে। আজ ১৭ আগস্ট রবিবার দিনাজপুর-দশমাইল মহাসড়কে দিনাজপুর সদরের নসিপুর বিএডিসি যুগ্ম মহাপরিচালকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখেন দিনাজপুর জেলা বিএডিসি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফুজ্জামান বাবু বলেন, আমরা কৃষিখাতে দীর্ঘদিন ধরে শ্রম দিয়ে আসছি। অথচ এখন আমাদেরকে দৈনিক ভিত্তিতে অস্থায়ী শ্রমিক হিসেবে গণ্য করে নীতিমালা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি শ্রমিকদের প্রতি চরম অবিচার। এসময় বক্তব্য রাখেন সহসভাপতি সুলতান আলী মঞ্জু, সাধারণ সম্পাদক মো. মেনন হোসেন, সহ-সভাপতি মো. রিয়াজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, নির্বাহী সদস্য মো. সোহেল হোসেন প্রমুখ। তারা বলেন, দাবি পূরণ না হলে কর্মবিরতি চলমান থাকবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দিনাজপুর জেলা বিএডিসি শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন অফিসের শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন। শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।দিনাজপুর বিএডিসি যুগ্ম পরিচালক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আবু রেজা মোহাম্মদ শরীফ বলেন, শ্রমিকেরা কর্মস্থলে যুক্ত না হয়ে কর্মবিরতি করে মানববন্ধন করেছে। তাদের যদি কোন দাবি-দাওয়া লিখিত আকারে আমাদের কাছে জমা দেয় তা হলে তাদের দাবি লিখিতভাবে দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category