• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • |
  • |

দিনাজপুরে একই দিনে দু’টি মরদেহ উদ্ধার

রংপুর ব্যুরো / ৬৮ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
দিনাজপুরে একই দিনে দু’টি মরদেহ উদ্ধার

দিনাজপুরে হাসিবুল ইসলাম (১৮) ও সুরাইয়া ইয়াসমিন ওরফে বুলি (৪৮) নামে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর শনিবার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা খুনিয়া ব্রীজের পাশে নাল থেকে হাসিবুল ইসলাম নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসিবুল ইসলাম বীরগঞ্জ উপজেলার সনকা ডাঙ্গাপাড়া গ্রামের মো. সোরাব আলীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে নিখোঁজ হয় মো. হাসিবুল ইসলাম। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। শনিবার সকালে খুনিয়া ব্রীজের পাশের নালায় অজ্ঞাত একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তার মরদেহ সনাক্ত করেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল গফুর বলেন, মো. হাসিবুল ইসলাম মৃগী রোগে ভুগছিলেন ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি পানিতে পড়ে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরদিকে একই দিন সকালে পার্বতীপুরের হলদিবাড়ি হ্যাচারী সংলগ্ন মহাসড়কের পাশে রেলওয়ের নীচু জমি থেকে সুরাইয়া ইয়াসমিন ওরফে বুলি নামে ওই গৃহধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সুরাইয়া ইয়াসমিন ওরফে বুলি পার্বতীপুর পৌরসভার মোজাফফরনগর মহল্লার হারুনুর রশিদের স্ত্রী। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের মৎস্য বীজ উৎপাদন খামার (হ্যচারীর) পশ্চিম পাশে রেল লাইনের ধারের জমিতে ওই নারীকে উপুর হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আপত্তি না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category