• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
  • |
  • |
Headline :
নুরুল হকের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভিড় না করার অনুরোধ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার গোপনে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দিয়ে দুবাই পৌঁছান থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ভোটের প্রচারে কোনো পোস্টার থাকবে না, বিলবোর্ড সীমিত ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ আবদুল কাদেরের পাশে থাকার প্রতিশ্রুতি ছাত্রদল সভাপতির তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা জামালপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ‘বঙ্গলীগ’ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা

দিনজুড়ে শিমুল বিশ্বাসের পাবনা সফর

আল মুস্তাসিম নবী নিকু / ৩০ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

২৮ জুন, শনিবার পাবনায় দিনব্যাপী গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ (সদর) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পাবনা শহরের সোনা পট্টি ও বড় বাজার এলাকায় ১৬ শতাধিক দরিদ্র শ্রমিকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এই কর্মসূচির আয়োজন করে পাবনা জেলা জুয়েলারি (স্বর্ণ) শ্রমিক ইউনিয়ন এবং বিডি মজদুর শ্রমিক ইউনিয়ন। সহায়তা বিতরণ উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও পাবনা জেলা ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতারা।

তাবলিগ জামায়াত সফল করতে রাধানগরে সভা

দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত রাধানগরের মাদানী জামে মসজিদে অনুষ্ঠিত হয় রাজশাহী বিভাগীয় তাবলিগ জামায়াত সফল করার লক্ষ্যে দ্বায়িত্বশীলদের বিশেষ সভা। সভায় বিশেষভাবে অংশগ্রহণ করেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি স্থানীয় দ্বায়িত্বশীলদের সাথে যোহর নামাজ আদায় করেন এবং আগামী ১১-১৩ ডিসেম্বরের রাজশাহী বিভাগীয় জমায়েত সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তৃণমূল ওলামাদের সঙ্গে মতবিনিময়

দিনের শেষ কর্মসূচি ছিল বাদ আসর পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত ওলামা দলের তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা। সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভায় ফরিদপুর, আটঘরিয়া এবং পাবনা সদরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ওলামা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মোঃ গোলাম মোস্তফা চাঁদ। এছাড়াও জেলা, সদর উপজেলা এবং পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category