দলমত নির্বিশেষে পাবনার উন্নয়নে ঐক্যবদ্ধ হতে হবে- মাহতাব বিশ্বাস
শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে, উক্ত কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর লুৎফর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ নূরুল আলম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক এবিএম ফজলুর রহমান, জুলাই আন্দোলনে শহীদ নিলয়ের পিতা আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি এডওয়ার্ড কলেজ শাখার সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পাবনা জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান, বুয়েট শিক্ষার্থী নীল বিশ্বাস প্রমুখ।
দলমত নির্বিশেষে পাবনার উন্নয়নে ঐক্যবদ্ধ হতে হবে- মাহতাব বিশ্বাস
উক্ত অনুষ্ঠানে যমুনা রেল সেতু হয়ে পাবনা ঢাকা- সরাসরি এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু, কাজিরহাট থেকে খয়েরচরে ফেরিঘাট স্থানান্তর , আধুনিক সুযোগ সুবিধাসহ ঈশ্বরদী বিমানবন্দর চালু, পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে আব্দুল হামিদ রোড হয়ে গাছপাড়া পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে ১৫ দিনব্যাপী গণসাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
দলমত নির্বিশেষে পাবনার উন্নয়নে ঐক্যবদ্ধ হতে হবে- মাহতাব বিশ্বাস
এবং আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম চলবে তারপর আনুষ্ঠানিক ভাবে রেল মন্ত্রণালয়ের সচিবের নিকট হস্তান্তর করা হবে পরবর্তীতে যোগাযোগ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট দপ্তর গুলোতে যোগাযোগ করা হবে।
এবিষয়ে পাবনার সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শেকড় পাবনা ফাউন্ডেশনের মিডিয়া সমন্বয়ক বিশিষ্ট সাংবাদিক গোলাম মাওলা, মাছরাঙা টেলিভিশন পাবনা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, দৈনিক আজকের দর্পনের পাবনা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, দৈনিক জনকণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি রাকিব হাসনাত সহ বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক, কৃষক শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।