• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • |
  • |

দর্শক টানছে তিন ছবি, চাঙ্গা ভারতের বক্স অফিস

বিনোদন ডেস্ক / ৩২ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
দর্শক টানছে তিন ছবি, চাঙ্গা ভারতের বক্স অফিস

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তিনটি আলোচিত ছবি। বলিউডে অয়ন মুখার্জির ‘ওয়ার ২’, তামিলে লোকেশ কানাগরাজের ‘কুলি’ ও পশ্চিমবঙ্গে কৌশিক গাঙ্গুলির ‘ধূমকেতু’। তিনটি ছবিই প্রথম দিনে দারুণ সূচনা করেছে। দুটি গড়েছে রেকর্ড।

‘কুলি’র কেন্দ্রীয় চরিত্রে আছেন রজনীকান্ত। এটি তাঁর চলচ্চিত্র জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রিবিউট হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। প্রথম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় ১৫১ কোটি রুপি। যা তামিল ছবির ইতিহাসে সর্বোচ্চ।

দ্বিতীয় দিনেও ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ বেশ। ছবিটিতে আরো আছেন নাগার্জুনা, আমির খান, শ্রুতি হাসান, উপেন্দ্র প্রমুখ।

‘ওয়ার ২’ দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন হৃতিক রোশান ও দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি হিসেবে এটি ঘিরেও দর্শকের আগ্রহ প্রবল।

প্রথম দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটি রুপি। এর মধ্যে ভারতে ৫১ কোটি, যা ‘ওয়ার’ [২০১৯]-এর চেয়ে দুই কোটি কম। ছবিতে আরো আছেন কিয়ারা আদভানি, আশুতোষ রানা প্রমুখ।
এদিকে পশ্চিমবঙ্গে রেকর্ড গড়েছে ‘ধূমকেতু’। এ ছবির মাধ্যমে ১০ বছর পর পর্দায় ফিরেছে দেব-শুভশ্রী জুটি।

ছবিটিও প্রায় ১০ বছর পুরনো। তবে দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনে আগ্রহের পারদ তুঙ্গে। প্রথম দিনে ছবিটি দুই কোটি রুপির বেশি আয় করেছে, যা পশ্চিমবঙ্গের ছবির ক্ষেত্রে সর্বোচ্চ। গতকালও সব শো হাউসফুল গেছে বলে জানিয়েছেন দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category