বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকার রয়েল থাই দূতাবাস। বুধবার (৬ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বাংলাদেশি টাকার অবমূল্যায়নের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভিসা ফি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
তবে ৩১ আগস্ট পর্যন্ত যারা আবেদন করে ভিসার ফি পরিশোধ করবেন, তারা আগের ফির আওতায় থাকবেন। নতুন হার অনুযায়ী, সিঙ্গেল ট্রানজিট ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা, ডাবল এন্ট্রি ৭ হাজার ২০০ টাকা, ট্যুরিস্ট ভিসা ৪ হাজার ৫০০ টাকা এবং মাল্টিপল ট্যুরিস্ট ভিসা ২২ হাজার ৫০০ টাকা।
এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫০০ টাকা। পাশাপাশি ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ও লং টার্ম রেসিডেন্ট (এলটিআর) ভিসার ফি আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পাসপোর্ট ইস্যু এবং লিগালাইজেশন ফিও নতুনভাবে ২ হাজার থেকে ৬ হাজার ৮০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে একটি নতুন অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হচ্ছে। আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে নির্ধারিত ফি একবারে পরিশোধ করতে পারবেন। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য হবে না এবং ফি ফেরতও দেওয়া হবে না।