এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলার আগে গতকাল থেকে ঢাকা স্টেডিয়ামে জাতীয় ফুটবল দলের অনুশীলন হওয়ার কথা ছিল।
কিন্তু গতকাল দুপুর থেকে প্রবল বৃষ্টির কারণে অনুশীলন ভেন্যু পরিবর্তন করা হয়। অনুশীলন হয় বসুন্ধরা কিংসের মাঠে। ঢাকা জাতীয় স্টেডিয়ামের মাঠ মাত্রই প্রস্তুত করা হয়েছে।
এখনও কোনো খেলা হয়নি। বৃষ্টির কারণে মাঠ নষ্ট হলে সারাতে সময় লাগবে মনে করছে বাফুফে।
১০ জুনের ম্যাচের আগে মাঠ সুরক্ষিত রাখতে চাইছে। কষ্ট করে হলেও অন্য মাঠে গিয়ে অনুশীলন করছেন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা। অনুশীলনের আগে দলের ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘আসলে বৃষ্টির ওপর কারো হাত নেই, কিছু করার নেই। আমাদেরকে মানিয়ে নিতে হবে।’
গতকাল অনুশীলনে নামার আগে দলের মধ্যে সভা হয়েছে। খেলোয়াড়দের নিয়ে কথা বলেছেন কোচ, কর্মকর্তারা। ভারতের বিপক্ষে বিপক্ষে ম্যাচ হয়ে গেছে।
তখন দর্শক চাপ এক রকম আর এখন সেটি আরও বেড়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন ম্যাচ হবে ঢাকায়। সেই ম্যাচ ঘিরে ফুটবল দর্শকদের উত্তেজনা বেড়েছে। সেই চাপ নিয়ে খেলতে হবে। দর্শক চায় আরো ভালো কিছু করতে হবে।