• রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে পাবনায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটক ৬ অপুষ্টিতে দুই কোটি মানুষ গোপালগঞ্জে প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ রংপুরে সেপ্টেম্বর মাসে তুলনামূলক কম তাপমাত্রার মধ্যেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে নলছিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত ৬০ কোটি রুপি হাতিয়ে নিলেন শিল্পা-রাজ? চাঞ্চল্যকর অভিযোগ মুহাম্মদ (সা.)-এর কথা, কর্ম ও জীবনাদর্শ সব মুসলমানের জন্য অবশ্য অনুসরণীয় নীলফামারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা

স্পষ্টবাদী ডেস্ক / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা। বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

এনসিপির জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

এর আগে চাঁদপুর সার্কিট হাউসে শহীদদের স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন দলটির কেন্দ্রীয় নেতারা।

এরপর ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক র‍্যালি করেন এনসিপির নেতারা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যে বাংলাদেশে আকাশ থেকে বিমান ভেঙে পড়ে, ভবন ভেঙে পড়ে আমরা সেই রকম বাংলাদেশ চাই না। হাসিনার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, আগে সেই দুর্নীতিগুলো তদন্ত করা উচিত। এ বিমানগুলো হাসিনার আমলে কেনা, সেই সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা বিমান বাহিনীর ভাইদের নিরাপত্তা চাই। আপনাদের নিরাপত্তা রয়েছে। যেসব সরঞ্জাম রয়েছে এসব সঠিক কিনা, ঝুঁকিমুক্ত কিনা আপনাদের বিবেচনা করতে হবে।

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তীব্র সমালোচনা করে হাসনাত আরও বলেন, আমাদের বাংলাদেশের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, চিনেন ওনাকে? উনি ড. ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে। ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। সব সময় বলে এসেছি, এ স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখেছেন, ওনার কোনো কার্যক্রম? উনি যে বেতনটা নেন, এটা হারাম হবে।

উনি যে গাড়িতে চড়েন সরকারি টাকায়, এটা জনগণের সঙ্গে বেঈমানী। উনি স্বাস্থ্যব্যবস্থা বোঝেন না, চিকিৎসা বোঝেন না। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন। আর উনি ড. মুহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা। এ স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব, যোগ করেন হাসনাত।

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নিজে চিকিৎসা নিতে সিঙ্গাপুর যান। আমরা কিছু বললে বিড়াল বেজার হয়। ওনাকে নিয়ে একবার কথা বলেছিলাম, তারপর থেকে উনি আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন না।

তিনি বলেন, দলমত নির্বিশেষে আমাদের ফ্যাসিবাদের বিপক্ষে অংশ নিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ আবার মাথাচারা দিয়ে উঠতে চেষ্টা করছে। আমরা শোকাহত কিন্তু আওয়ামী লীগ যদি এ লাশের ওপর দিয়ে আবার ফেরার চেষ্টা করে, আমরা শোককে শক্তিতে রূপান্তর করে প্রতিহত করব।

এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, নাছির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলমসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category