• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • |
  • |

ইসরায়েলি ড্রোন হামলায় দামেস্কে ৬ সেনা নিহত

স্পষ্টবাদী ডেস্ক / ৩৪ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
ইসরায়েলি ড্রোন হামলায় দামেস্কে ৬ সেনা নিহত
ইসরায়েলি ড্রোন হামলায় দামেস্কে ৬ সেনা নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দেশটির সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েল ও আলজাজিরা সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত এল আকবরিয়া টিভির বরাতে এ তথ্য প্রকাশ করেছে।

ইসরায়েলি ড্রোন হামলায় দামেস্কে ৬ সেনা নিহত

ইসরায়েলি ড্রোন হামলায় কেঁপে উঠল দামেস্ক, ৬ সেনা নিহত

সিরিয়ার সংবাদমাধ্যমটি আজ বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে জানায়, দামেস্কের উপকণ্ঠে আল-কিশওয়াহ শহরের ঠিক পাশে সেনাবাহিনীর অবস্থানে ইসরায়েলি ড্রোন আঘাত হানে। বড় বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশ। পরে সেখান থেকে ছয় সেনার মরদেহ উদ্ধার করা হয়।

 

ইসরায়েলি ড্রোন হামলায় দামেস্কে ৬ সেনা নিহত

ইসরায়েলি ড্রোন হামলায় দামেস্কে ৬ সেনা নিহত

গত ডিসেম্বের সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে দেশটির অভ্যন্তরে হামলা শুরু করে ইসরায়েল। তখন বাশার বাহিনীর ফেলে যাওয়া ঘাঁটিতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ধ্বংস করাই ছিল ইসরায়েলের লক্ষ্য। এরপর মাসের ব্যবধানে সামরিক-বেসামরিক স্থাপনা, ‍গুরুত্বপূর্ণ ও কৌশলগত সম্পদ লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল।

মাঝে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে কিছুটা দমে ছিল ইসরায়েল। কিন্তু সম্প্রতি দামেস্কের বাইরে নতুন করে ইসরায়েলি সেনা অভিযান শুরু হয়। সিরিয়ার পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানোর এক দিন পরই সরকারি বাহিনীর ওপর হামলা ও হতাহতের ঘটনা ঘটল।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি।  ইসরায়েলি ড্রোন হামলায় দামেস্কে ৬ সেনা নিহত

আরও পড়ুন : হল থেকে রুমমেটকে ছুরিকাঘাত : জালালকে নিয়ে পুলিশে দিল প্রশাসন

আরও পড়ুন : নববধূর আত্মহত্যা: বরকে পাশের ঘরে অপেক্ষায় রেখে

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ার অভ্যন্তরে ৯টি পোস্টে আইডিএফ মোতায়েন করা হয়েছে। যার বেশিরভাগই দেশগুলোর সীমান্তে জাতিসংঘ-প্রহরী বাফার জোনের মধ্যে।

Youtube Channel

এ ছাড়া ইরাক থেকে মার্কিন বাহিনীর বিশাল একটি বহরকেও সিরিয়ায় মোতায়েন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) মার্কিন সেনারা ইরাক থেকে প্রবেশ করে হাসাকা প্রদেশের দক্ষিণে অবস্থিত আল-শাদ্দাদি ঘাঁটিতে অবস্থান নেয়।

শাফাক নিউজের সংবাদদাতা জানায়, সর্বশেষ কনভয়টিতে প্রায় ৮০টি ট্রাক ছিল। এতে লজিস্টিক সরঞ্জাম, জ্বালানি, সাঁজোয়া যান, সৈন্য ও গোলাবারুদ বহন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার আরও একটি কনভয় প্রবেশ করেছিল, যেখানে ৫০টির বেশি ট্রাক ও সাঁজোয়া যান ছিল। সেই বহরটি হাসাকা প্রদেশের খরাব আল-জির ও কাসরাক ঘাঁটির দিকে গিয়েছিল।


আপনার মতামত লিখুন :

2 responses to “ইসরায়েলি ড্রোন হামলায় দামেস্কে ৬ সেনা নিহত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category