খুলনার ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গুটুদিয়া ইউনিয়নের জেলেরডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা সদর থেকে যাত্রীবোঝাই একটি ইজিবাইক খুলনার দিকে যাচ্ছিল এবং সাতক্ষীরা আগামী নামে একটি ট্রাক উপজেলার জেলের ডাঙ্গা নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের নুর আলী শেখের স্ত্রী রিনা খাতুন (৩৬)। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালক মুজাহিদুল ইসলাম মোড়ল (২৫) মারা যান। নিহত আরেকজনের (পুরুষ) নাম পরিচয় জানা যায়নি।
আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।