• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • |
  • |

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫

আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে রুয়াকুলি গ্রামের বদরগঞ্জ মাঠ এলাকার চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কের পাশে কাঁঠালবাগানে ডাকাতদল সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও কয়েকজন পালিয়ে যায়।

আটককৃতরা হলো— আলমডাঙ্গা উপজেলার সাহেবনগর ক্যানালপাড়া গ্রামের ছমির উদ্দিন (৪০), ঝুটিয়াডাঙ্গা গ্রামের ছহির উদ্দিন ওরফে সৈরুদ্দিন (৪৫), মোহাম্মদপুর পূর্বপাড়ার মুজিবর রহমান (৩৩), একই গ্রামের নাজমুল ইসলাম (৩৫) এবং কচুবাড়ীয়া গ্রামের আরিফ হোসেন (৩৮)।

অভিযানে দুটি লোহার রড, একটি করে চাপাতি, দা, শাবল, ছোরা, এক গোছা দড়ি, একটি ব্যাটারিচালিত পুরনো পাখি ভ্যান ও চারটি সিম্ফনি মোবাইল ফোন জব্দ করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। কেউ যদি ডাকাতির প্রস্তুতি নেয় বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাকে আইনের আওতায় আনা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আলমডাঙ্গা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category