আজ আরো এক পোস্টে লিখেছেন তিনি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসন্তানদের হত্যা করেছিল আলবদর। সময়ের পরিক্রমায় আবারও এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গৌরবের ডাকসুতে অংশগ্রহণ করছে কুখ্যাত আলবদরের উত্তরসূরিরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কি আবারও ফিরিয়ে আনবে আলবদরদের? যাদের চেতনা নারী নির্যাতন, নারীকে গণধর্ষণের হুমকি? যাদের চেতনা মুক্তবুদ্ধির চিন্তার বিকাশকে গলা চেপে ধরে প্রপাগান্ডায় মর্যাদা ক্ষুণ্ণের চেষ্টা?
মানসুরা লিখেছেন, তাদের নিয়ে ভাবার আগে শহীদ বুদ্ধিজীবীদের কথা ভাবেন। লাখ লাখ শহীদ ও নির্যাতিত মা-বোনদের কথা ভাবেন। আপনার ভোট কোথায় যাচ্ছে তা ভাবেন। যে বিশ্ববিদ্যালয় সমাজ গড়ার কারিগর, সেখানে যেন ইতিহাসের সর্বাপেক্ষা ঘৃণিত অপশক্তিটির স্থান না হয়। এই পোস্টের সঙ্গে একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষক ও কর্মচারীদের ছবি সংযুক্ত করেছেন তিনি।