টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের কড়ফা বিলে আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ইউএনও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় হাতেনাতে আটক হন জমির মালিক ও বালু বিক্রেতা রফিকুল ইসলাম (রফিক) ও ড্রেজার মালিক সিরাজুল ইসলাম সিরাজ। রফিকের বাড়ি উপজেলার কড়ফা এলাকায় আর ড্রেজার মালিকের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পেনাখালী এলাকায়। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
টুঙ্গিপাড়ায় আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক ও জমির মালিককে অর্থদণ্ড
ভ্রাম্যমাণ আদালত শেষে ইউএনও ফারজানা আক্তার বলেন, “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অনুমোদন ব্যতীত যেকোনো ধরনের বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান চলমান থাকবে।”
তিনি আরও জানান, কড়ফা বিল এলাকার পরিবেশ ও কৃষিজমি ধ্বংস করে চলা এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
এদিকে ইউএনও’র এমন সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন, “নদী ও বিল থেকে এভাবে বালু কেটে নেওয়ায় আমাদের ফসলি জমি ও পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছে। এ ধরনের অভিযান আরও জোরদার করতে হবে।
ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তাদের জেল জরিমানা সহ কঠোর শাস্তির আওতায় নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
নিশ্চিত করা হবে বলে
টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলন ও পাচার এবং পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।