মানববন্ধনে বক্তারা বলেন, ফটিকজানী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে নায়েব আলী একজন ব্যবসায়ী। তার নিকট উপজেলার ৯নং ওয়ার্ডের মহেলা গ্রামের সন্ত্রাসী তোফাজ্জল মোল্লা গংরা বিভিন্ন সময় চাঁদা দাবী করে আসছিলো। চাহিদা মোতাবেক চাঁদা না দেওয়ায় সম্প্রতি নায়েব আলীর উপর ফটিকজানী স্কুলমাঠ এলাকায় অতর্কিত হামলা করে সন্ত্রাসী তোফাজ্জল মোল্লা গংরা। হামলার সময় প্রাণে বাঁচতে এক বাড়ীতে লুকিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এলোপাথারি দেশিয় অস্ত্র নিয়ে হামলায় চালিয়ে নায়েব আলীকে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। ওই সময় স্থানীয় এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
টাঙ্গাইলে ব্যবসায়ীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
আহতবস্থায় উদ্ধার করে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিসার পর বাড়ি ফেরেন নায়েব আলী। এসময় বক্তারা, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
ভুক্তভোগী নায়েব আলী বলেন, গত ২২ আগষ্ট শুক্রবার বিকেলে আমার উপর সন্ত্রাসী হামলা হয়। মহেলা গ্রামের তোফাজ্জল গংরা আমার কাছে চাদা চাইতো , চাঁদা না দেওয়ার কারণে আমার উপর সন্ত্রাসী হামলা চালায়। আমাকে অনেক মারধর করে। আমি তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। তিনি আরোও জানান, এ বিষয়ে আমি টাংগাইল কোর্টে কালিহাতি থানা আমলী আদালতে একটি মামলা দায়ের করেছি। বর্তমানে মামলাটি ডিবিতে তদন্তাধীন রয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
ওয়ার্ড বিএনপির সভাপতি ঝিলিক বলেন, মহেলা এলাকার অনেকেই আমার সাথে বসতে চেয়েছে। এই এলাকার সবাই জড়িয় নয়। সন্ত্রাসী তো সন্ত্রাসী তার কোন গ্রাম পরিচয় লাগে না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া আবশ্যক।