গুরচরণ দুধনই, তাওয়াকোচা, গজনি, নকশি, রাংটিয়া ও সন্ধাকুড়াসহ অন্তত ২৫টি গ্রামের মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, শত শত একর আবাদি ধান ও শাকসবজি প্রতিনিয়ত খেয়ে ফেলছে বন্যহাতির দল। শুধু ফসল নষ্ট করেই ক্ষান্ত নয়, ঘরবাড়ি ভাঙচুর করছে, কখনো কখনো কেড়ে নিচ্ছে নিরীহ মানুষের প্রাণও।
ঝিনাইগাতীতে বন্যহাতির তাণ্ডবে চরম দুর্ভোগে গ্রামবাসী
গ্রামবাসী জানান, হঠাৎ করেই দিনে কিংবা রাতে নেমে আসে এসব বন্যহাতি। এ কারণে কৃষক ও দরিদ্র পরিবারগুলো এখন নিদারুণ ভোগান্তির শিকার। কেউ ক্ষেতের ধান কেটে ঘরে তুলতে পারছেন না, আবার কেউ ঘরবাড়ি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত বন্যহাতির জন্য উভয় আশ্রম (স্যান্কচুয়ারি) তৈরি করা না গেলে মানুষের জানমাল ও কৃষিজ ফসলের ক্ষতি ক্রমেই বাড়বে।
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, বন্যহাতির হাত থেকে জীবন ও ফসল রক্ষায় এখনই শক্তিশালী উদ্যোগ না নিলে এ সমস্যার সমাধান সম্ভব নয়।