শেরপুরের ঝিনাইগাতীতে সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) মানিককুড়া গ্রাম সমিতির সভাপতি মমেনা বেগমসহ চারজনের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, সমিতির জীবিত এবং মৃত সদস্যদের নামে গোপনে ঋণ উত্তোলন করে দীর্ঘদিন ধরে কিস্তি পরিশোধ চালু রাখলেও প্রকৃত সদস্যরা এ বিষয়ে কিছুই জানতেন না। সম্প্রতি হঠাৎ অতিরিক্ত কিস্তির চাপ সৃষ্টি হলে বিষয়টি ফাঁস হয়ে যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ সদস্য ও স্থানীয়রা সভাপতি মমেনা বেগমের বাড়ি এবং গ্রাম সমিতির কার্যালয় ঘেরাও করেন। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
ভুক্তভোগী সদস্যরা অভিযোগ করে বলেন, এনজিও কর্মীদের এই অনিয়ম ও আত্মসাতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এ প্রসঙ্গে এসডিএফ ঝিনাইগাতী উপজেলা শাখার ক্লাস্টার অফিসার হারাধন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।