জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার আহবায়ক ইয়ামিন খানের নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
৬ আগষ্ট বুধবার সকাল ১১টায় পাবনা শহরের লাইব্রেরি বাজার হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক পদচারণা শেষে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে এসে পরবর্তীতে পাবনা জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একসাথে মিলিত হয়ে শহরের আব্দুল হামিদ সড়ক এ একটি বিশাল শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় ইয়ামিন খান তার বক্তব্যে বলেন আমরা একটি গণতান্ত্রিক দল এর রাজনীতি করি পাশাপাশি আমরা সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাস করি। শহীদ জিয়ার কথা স্মরণ করে এই নেতা বলেন আমরা কখনো আপোষ করতে শিখিনি আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন মনোভাবে ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ তার নির্দেশে আমরা সবসময় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছি।
নির্বাচন এর বিষয়ে বলেন আপনারা জানেন বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার অগণতান্ত্রিক শাসক ছিলেন সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আগামী নির্বাচনে বিএনপি কে বিজয়ী করার মাধ্যমে সরকার গঠন করে আমরা জনগনকে সাথে নিয়ে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেশের উন্নয়ন এ কাধে কাধ মিলিয়ে কাজ করবো।
আলোচনা সভায় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।