জামালপুর জেলা যুবদলের সদস্য-সচিব মোঃ সোহেল রানা খানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নিয়ে মোঃ সোহেল রানা খান বলেন“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে মাঠে নেমেছে যুবদল। জনগণের পাশে থেকেই আমরা গণআন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।
লিফলেটের মাধ্যমে জনগণের কাছে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। নেতাকর্মীরা জানান, তৃণমূলে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে এ কর্মসূচি আন্দোলনের গতি আরও বাড়াবে। জেলা যুবদলের এ কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।