জামালপুরে জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে অবিলম্বে আগামী ২৩ তারিখে অনুষ্ঠিত অবৈধ সম্মেলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৭ আগস্ট) দুপুরে জামালপুরের সকালবাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপি’র সদস্য আজম খান,জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য খায়রুল ইসলাম লিয়ন, যুব নেতা শাহাদাত হোসেন সাগর, রানা ম্যানশন, ও এম এম শুভ পাঠান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন আয়োজন করতে হবে। তারা আরও বলেন, জামালপুর জেলা বিএনপি’র মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানা হবে না।