• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
  • |
  • |
Headline :
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ আবির্ভাব পুণ্য স্নান মহোৎসব শুরু পাবনায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, পাবনা জেলা কমিটি গঠন আহ্বায়ক- রকিবুল, সদস্য সচিব বাপ্পী মেরুন পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান রংপুরে দলীয় কার্যালয়ের সামনে জাপা নেতাকর্মীদের অবস্থান এবার টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ অপু বিশ্বাস সন্তান জন্মের পর চরম অর্থকষ্টে ভুগেছেন নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে : প্রেসসচিব দাবি না মানলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের ৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, দিনে বাড়তে পারে তাপমাত্রা

জাপা অফিস ভাঙচুর ঘটনায় নুর-রাশেদের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

স্পষ্টবাদী ডেস্ক / ৫৫ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
গণঅধিকার পরিষদের

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৩১ মে ঘটনার পর জাতীয় পার্টি মামলা করতে চাইলে কোতোয়ালী থানা তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেয় জাপা। বৃহস্পতিবার (৩ জুলাই) আদালত মামলা এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দেন।

দ্রুত বিচার আইনে করা এই মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খানের নামও রয়েছে মামলায়।

জাপার জেলা সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডে জাপা কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেন। বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

জলিল আরও জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। থানায় দায়িত্বরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ডলি আদালতের আদেশের পত্র গ্রহণ করেছেন।

মামলায় নুর ও রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, জাপার মামলা-সংক্রান্ত আদালতের আদেশের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাব।

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করা হবে।

প্রসঙ্গত, গত ৩১ জুন বিকেলে নগরীতে জাপার মিছিলে হামলার অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তখন জাপার পাল্টা প্রতিরোধে গণঅধিকারের কর্মীদের বেধড়ক মারধর করা হয়। রাত ৯টার দিকে গণঅধিকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোটবদ্ধ হয়ে জাপা কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জাপা চেয়ারম্যান ও মহাসচিবসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাও করে গণঅধিকার পরিষদের এক নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category