শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) উপজেলা মৎস্য অফিসার মো: রজব আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এসময় জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান ছিল— “অভয়ারণ্য গড়ে তুলি, দেশি মাছের দেশ ভরি”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাশেল। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জেলেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রোটিনের ঘাটতি পূরণে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। সরকার মাছ উৎপাদন বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সঠিক সময়ে মৎস্য আইন বাস্তবায়ন ও অভয়ারণ্য রক্ষা করা গেলে দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বাড়বে।
আলোচনা শেষে উপজেলা পরিষদের পুকুরে প্রায় ৩০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
পরে উপজেলার ৩ জন সফল মৎস্য খামারিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রুস্তম আলী।