পূর্ব অভিযোগের ভিত্তিতে অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল ও সংঘবদ্ধ চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
প্রথমে পূর্বের করা একটি মটরসাইকেল হারানো মামলার তদন্তকালে আন্ত জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য পাবনা সদর উপজেলার অনন্ত (দক্ষিন রামচন্দ্রপুর) মোঃ হাতেম আলীর ছেলে ইমন আলী (১৫) আটক করা হয়।
তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদকালে তার দেওয়া তথ্যমতে রাতভর ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঈশ্বরদী থানাধীন মুলাডুলি ইউনিয়নের দেবিপুর গ্রামস্থ সারপুকুর বাউরি নামক স্থানে পরিত্যক্ত ঝোপ এর ভিতর হইতে উক্ত চোরাই হোন্ডা হরনেট লাল/কালো রঙের মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং একটি লাল রঙের এপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয় ।
যা বিক্রয় এর জন্য রাখা ছিল এবং ধৃত চোর কে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রাতভর অভিযানের অংশ হিসাবে ভাঙ্গুড়া থানা ধীন বেতবাড়িয়া গ্রামের মোঃ চাঁদ আলীর ছেলে সামীম (২৮) কে গ্রেফতার করা হয় এবং ধৃত আসামী সামীম কে জিজ্ঞাসাবাদ করিয়া তাহার হেফাজত হইতে ঈশ্বরদী থানার দাশুড়িয়া ইউনিয়নের তেতুলতলা সিএন্ডবি গোডাউনের ভিতর পরিত্যক্ত ঘরের মধ্যে হইতে একটি নীল রঙের এপাছি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আরো জিজ্ঞাসাবাদে এবং তাদের শনাক্তমতে তাদের সহযোগী ঈশ্বরদী উপজেলার আজমপুর গ্রমের জাবেদ আলীর ছেলে মো জাহিদুল ইসলাম (৪১) কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ মটরসাইকেল চোর চক্রের সদস্য। মটরসাইকেল চুরির ঘটনায় জড়িত অন্যানা আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুরি সহ একাধিক মামলা আছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় জেলা পুলিশ।