আজ সোমবার (১৬ জুন) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘ইরানের ওপর ইসরায়েলের হামলা ও সামরিক উত্তেজনা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি উভয় পক্ষকে দ্রুত উত্তেজনা প্রশমন করে আলোচনার মাধ্যমে সঠিক পথে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে।
সতর্ক করে তিনি আরও বলেন, ‘যদি ইসরায়েল ও ইরানের সংঘাত অব্যাহত থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই প্রথম দফায় চরম ভোগান্তিতে পড়তে হবে।’
নের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত এবং ৯০০ জনের বেশি আহত হয়েছে
আরও বলেন, ‘শক্তি প্রয়োগে স্থায়ী শান্তি আনা যায় না। আন্তর্জাতিক সব বিরোধেরই সমাধান হওয়া উচিত সংলাপের মাধ্যমে।’
এই মুখপাত্র জানান, চীন কূটনৈতিক পথে ইরান পারমাণবিক সংকটের শান্তিপূর্ণ সমাধানে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।