• রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
  • |
  • |
Headline :
পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামী ছাত্রলীগ সভাপতি শান্ত সহ গ্রেফতার ৩ যেসব ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে বরগুনার কালিপুরে হাজী আব্দুল বারী গণ পাঠাগার পরিদর্শন ও উদ্বোধন নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় পুলিশের মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫ চলে গেলেন বদরুদ্দীন উমর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৬ পদে বড় নিয়োগ এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য কী, জানিয়ে দিলেন জাকের আলী ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে পাবনায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি / ২৭ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেরবাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ এবং চারটি আসন বহাল রাখার দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের একটি হোটেল মিলনায়তনে এক জরুরি সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো কনভেনর এমএ সালাম কর্মসূচি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি সম্মিলিত কমিটির কো কনভেনর এমএ সালাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, যুব বিভাগের প্রধান মনজুরুল হক রাহাত, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, ওয়াহিদুজ্জামান দীপু, খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, কামরুল ইসলাম, শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাছির আলাপ, হাফিজুর রহমান, ফকির তরিকুল ইসলাম ফকির তারিকুল ইসলাম, নাসির আহমেদ মালেকসহ সর্বদলীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার (৭ সেপ্টেম্বর) বাগেরহাটে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, সোমবার (৮ সেপ্টেম্বর) বাগেরহাটে হরতাল ও অবরোধ, নির্বাচন কমিশন অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান, ৯ তারিখ বিক্ষোভ মিছিল, ১০-১১ সেপ্টেম্বর আবারও হরতাল।

সম্মিলিত কমিটির কো কনভেনর এমএ সালাম জানান, বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, অ্যাড. ওয়াহিদুজ্জামান দীপু ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যারা চারটি আসন বহাল রাখার দাবিতে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন।

এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি। চারটি আসন বহল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটের নেতাকর্মীরা। পরে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category