• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
ফের সচিবালয়-যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ নলছিটিতে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের আলটিমেটাম জুলাই ঐক্যের শ্যামনগরে স্টুডেন্ট প্রোগ্রামে এ জনপদের লবনাক্তা মানুষের কথা শুনলেন জেলা প্রসাশক নতুন সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ মিতসুবিশি পাজেরো নলছিটিতে পাইলট কর্মসূচীর অবহিতকরণ সভা গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন ‘হুট করে একদিন চাকরি নাই, দুই-তিন মাস বাড়িতে বসে থাকা তো মানসিকভাবে বিরাট আঘাত’ জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শ্রমিকদের ২৩ দফা মেনে নিলেন কতৃপক্ষ, কাজে ফিরলেন উত্তরা ইপিজেডের শ্রমিকরা

চাটমোহরে সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

সঞ্জিত চক্রবর্তী / ৪৩ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

পাবনার চাটমোহরে দ্বিতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক হাফিজুর রহমান ওরফে জিয়া হাফিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন। অন্য সদস্যরা হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল হোসেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে বুধবার (২ জুলাই) সকালে ছাইকোলা ইউনিয়নের কানাইয়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সোয়াদ হোসেনকে এলোপাতাড়ি চড়থাপ্পড় মারেন শিক্ষক হাফিজুর রহমান। এতে শিশুটির মুখে ও কপালে জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, “শিশুদের সঙ্গে আচরণ হওয়া উচিত শিশুসুলভ, কোমল ও সহনশীল। একজন শিক্ষকের এমন আচরণ কোনোমতেই গ্রহণযোগ্য নয়। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category