পাবনার চাটমোহরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার লিটার ভেজাল দুধ জব্দ করেছে প্রশাসন। দুধ সংগ্রহ, মজুদ ও সরবরাহে সম্পৃক্ত থাকার দায়ে প্রাণ কোম্পানির হাব সেন্টারের তিন কর্মকর্তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ভেজাল দুধ উৎপাদনে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ছাইকোলা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রাম ও ছাইকোলা চৌরাস্তায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। অভিযানে সহযোগিতা করে এনএসআই পাবনার ১৭ সদস্যের একটি টিম, অতিরিক্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোফাজ্জল হোসেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম হোসেন ও থানা পুলিশ।
প্রথমে লাঙ্গলমোড়া গ্রামে ভেজাল দুধ তৈরির গোপন স্থানে অভিযান চালিয়ে দুধ, তেল ও বিভিন্ন কেমিক্যাল জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হলেও প্রাথমিক তদন্তের পর একজনকে (খলিলুর রহমান) এক সপ্তাহের মধ্যে ছেলেকে আত্মসমর্পণ করানোর শর্তে মুক্তি দেওয়া হয়। বাকি পাঁচজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন: সাইদুল ইসলাম (৪৫), খলিলুর রহমান (৬৫), লিটন হোসেন (১৯), নিজাম উদ্দিন (৫০), রুবেল হোসেন (২০) এবং মাজেদা খাতুন (৩৫)।
পরে ছাইকোলা চৌরাস্তায় প্রাণ কোম্পানির চিলিং সেন্টারে অভিযান চালিয়ে ডিটারজেন্ট ও তেল মিশ্রিত দুধ পাওয়া যায়। সেখান থেকে প্রায় আড়াই হাজার লিটার দুধ জব্দ করে জনসমক্ষে বিনষ্ট করা হয়।
এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রাণের তিন কর্মকর্তা—এরিয়া ম্যানেজার শামসুল আলম (৩৬), জহির রায়হান (২৭) ও নাজমুল হোসাইন (৩৫)—কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তাদের জেলহাজতে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দুধে ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যারা পলাতক রয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে।