• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
  • |
  • |
Headline :
পাবনার  ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু শোক সংবাদ রংপুর রেলওয়ে স্টেশনে চাহিদার ২০ ভাগ টিকিট পাচ্ছে না মানুষ গোপালগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ দুই দিনের ব্যবধানে মাটিরাঙ্গায় দ্বিতীয় ধর্ষণ : অস্ত্র ঠেকিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ, সেনাবাহিনীর হাতে ধর্ষক আটক ট্রাভেল পাস ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন, মানতে হবে আরও যেসব নির্দেশনা স্কুল-কলেজ কমিটির সভাপতি পদে সরকারি কর্মকর্তা মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত দেশের ৬৪% রেলপথই নড়বড়ে ময়মনসিংহে কেজিতে ১০ টাকা কমেছে সবজির দাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শেষ হচ্ছে আজ

চাঁদপুর-নারায়ণগঞ্জের পর এবার পাবনায় ফ্যাসিস্ট আমলে দায়ের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি

স্টাফ রিপোট / ৫৫৭ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

পাবনা জেলা ছাত্রদলের আইন সম্পাদক অ্যাডভোকেট আল মুস্তাসিম নবী নিকু এই জোরালো দাবি করেন

চাঁদপুর জেলায় ১৭২টি এবং নারায়ণগঞ্জ জেলায় ২৮৯টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পর এবার পাবনায়ও এমন মামলাপ্রত্যাহারের জোর দাবি উঠেছে।
গত ১৬ জুন ২০২৫ তারিখে চাঁদপুর জেলার ১৭২টি মামলা দণ্ডবিধির ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ৪৯৪ ধারার আওতায় প্রত্যাহার করা হয়। এর আগে, গত ১১ মার্চ ২০২৫ তারিখে নারায়ণগঞ্জের ২৮৯টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

এই পটভূমিতে পাবনা জেলার সকল প্রতিহিংসাপরায়ণ ও হয়রানিমূলক মামলাগুলোও দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন পাবনা জেলা ছাত্রদলের আইন সম্পাদক অ্যাডভোকেট আল মুস্তাসিম নবী নিকু।

তিনি বলেন, “বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ায় পাবনার অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা এখনও আদালতের বারান্দায় হয়রানির শিকার হচ্ছেন।”

তিনি আরও বলেন, “চাঁদপুর ও নারায়ণগঞ্জের মামলাপ্রত্যাহারের দৃষ্টান্ত অনুসরণ করে পাবনারও সকল রাজনৈতিক হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত।”
তিনি পাবনার জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, যেন জেলার প্রতিটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা চিহ্নিত করে দ্রুত প্রত্যাহারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়।

সচেতন মহল মনে করেন, রাজনীতিতে সহনশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এসব মামলাপ্রত্যাহার সময়োপযোগী সিদ্ধান্ত। তাই পাবনাতেও দ্রুত পদক্ষেপ নেওয়া হলে আইনি ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

One response to “চাঁদপুর-নারায়ণগঞ্জের পর এবার পাবনায় ফ্যাসিস্ট আমলে দায়ের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি”

  1. Md. Imran Hossain says:

    ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ায় পাবনার অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এ সকল মামলা প্রত্যাহারের দৃষ্টান্ত অনুসরণ করে পাবনার সকল রাজনৈতিক হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category