• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
  • |
  • |

গোল্ডেন এ প্লাসের অভিমানে গলায় ফাঁস দিয়ে চিরবিদায় নিল সুমাইয়া

স্পষ্টবাদী ডেস্ক / ৩৭ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
গোল্ডেন এ প্লাসের অভিমানে গলায় ফাঁস দিয়ে চিরবিদায় নিল সুমাইয়া

একটা বিষয়ের একটি গ্রেড! কেবল গণিতে গোল্ডেন এ প্লাস না পাওয়ার আক্ষেপে জীবনই ছেড়ে দিল সুমাইয়া আক্তার (১৭)। চোখে ছিল স্বপ্নের দীপ্তি, মনে ছিল অসীম সম্ভাবনা। কিন্তু সমাজ আর চূড়ান্ত সাফল্যের চাপ এতটাই ভারী হয়ে উঠেছিল, যে সেই ওজন সইতে না পেরে ফ্যানের সাথে ঝুলে পড়ল এক নিষ্পাপ প্রাণ।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। সুমাইয়া স্থানীয় আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষায় সব বিষয়ে এ প্লাস পেয়েও গণিতে এ প্লাস না পাওয়ায় তিনি ‘গোল্ডেন’ পাননি, এতেই যেন ভেঙে পড়ে তাঁর দুনিয়া।

পরিবার জানায়, ফলাফল জানার পর থেকেই সুমাইয়া গভীর মনোকষ্টে ভুগছিল। মায়ের কাছে সে বলেও ছিল নিজের দুঃখের কথা। কিছুক্ষণের জন্য ঘরে চলে গেলে আর ফিরে আসেনি। দুপুরে মা যখন খাবারের জন্য ডাকতে যান, তখন চোখে পড়ে হৃদয়বিদারক দৃশ্য, ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়নায় ঝুলছে মেয়েটি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, অনেক দেরি হয়ে গেছে।

তার ফুফাতো ভাই সেলিম রেজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সুমাইয়া অনেক ভালো ছাত্রী ছিল। গণিতে এ প্লাস না পাওয়ায় নিজেকে ব্যর্থ ভাবছিল। কে জানত, এতটুকু কষ্ট ওকে জীবনের মায়া ছাড়াতে বাধ্য করবে!”

শেরপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category