অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দীন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস।
গোপালগঞ্জে প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, কাশিয়ানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, জেলার কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ৪৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে একটি স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, হাইলাইটার, ইরেজার, কাটার ও পেন্সিল বক্স দেওয়া হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা এবং মানসম্মত শিক্ষা অর্জনের আহ্বান জানান।
উল্লেখ্য এর আগে গত বুধবার (৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলা ও মুকসুদপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও শিক্ষা সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।