• শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
  • |
  • |
Headline :
সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে পাবনায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটক ৬ অপুষ্টিতে দুই কোটি মানুষ গোপালগঞ্জে প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ রংপুরে সেপ্টেম্বর মাসে তুলনামূলক কম তাপমাত্রার মধ্যেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে নলছিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত ৬০ কোটি রুপি হাতিয়ে নিলেন শিল্পা-রাজ? চাঞ্চল্যকর অভিযোগ মুহাম্মদ (সা.)-এর কথা, কর্ম ও জীবনাদর্শ সব মুসলমানের জন্য অবশ্য অনুসরণীয় নীলফামারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জে প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

কাজী সেলিম নয়ন, গোপালগঞ্জ প্রতিনিধিঃ / ৪১ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
গোপালগঞ্জে প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
গোপালগঞ্জে প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

গোপালগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা পরিষদের সহযোগিতায় শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দীন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস।

গোপালগঞ্জে প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

গোপালগঞ্জে প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, কাশিয়ানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, জেলার কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ৪৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে একটি স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, হাইলাইটার, ইরেজার, কাটার ও পেন্সিল বক্স দেওয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা এবং মানসম্মত শিক্ষা অর্জনের আহ্বান জানান।

উল্লেখ্য এর আগে গত বুধবার (৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলা ও মুকসুদপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও শিক্ষা সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category