গোপালগঞ্জে জরুরি প্রয়োজনে কিছু গাড়ি চলতে দেখা গেছে। ছোট ছোট যানবাহন চলতে দেখা গেলেও কোনো দোকানপাট খুলতে দেখা যায়নি।
গোপালগঞ্জ জেলা জুড়ে দ্বিতীয় দফায় চলছে কারফিউ জারি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা নিয়ে এ কারফিউ জারি করা হয়।
আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলায় সড়কে জরুরি প্রয়োজনে কিছু গাড়ি চলতে দেখা গেছে। ছোট ছোট যানবাহন চলতে দেখা গেলেও কোনো দোকানপাট খুলতে দেখা যায়নি।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত ফের কারফিউ জারি করা হয়। এরপর দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। এরপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গতরাত থেকে চলছে কারফিউ। রাত পেরিয়ে গতকাল বৃহস্পতিবার সকালেও সেখানে দেখা গেছে থমথমে পরিবেশ।
এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে বলেও জানা গেছে।