পাবনার চাটমোহর উপজেলার গুমানী নদী থেকে অজ্ঞাতনামা এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেংগা নদীপাড়া ঘাটে ভেসে আসা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রথমে নদীতে একটি লাল জামা ও কমলা ট্রাউজার পরা শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক চার থেকে পাঁচ বছর বলে ধারণা করা হচ্ছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে জানান, মরদেহটি শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, এটি অন্য কোনো এলাকা থেকে ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী বিস্তারিত জানানো হবে।