• সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
  • |
  • |

গাছে আটকে ছিলেন পর্যটক, কক্সবাজার সৈকতে প্যারাসেলিং বন্ধের নির্দেশ

স্পষ্টবাদী ডেস্ক / ২৭ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
গাছে আটকে ছিলেন পর্যটক, কক্সবাজার সৈকতে প্যারাসেলিং বন্ধের নির্দেশ
গাছে আটকে ছিলেন পর্যটক, কক্সবাজার সৈকতে প্যারাসেলিং বন্ধের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে রোমাঞ্চকর বিনোদন হিসেবে পরিচিত ‘প্যারাসেলিং’। অসংখ্য পর্যটকই এই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে থাকেন। তবে নিয়ম না মেনে পরিচালিত হওয়ায় পর্যটকদের জন্য প্যারাসেলিং বিপজ্জনক হয়ে উঠেছে। গত শনিবার (৩০ আগস্ট) প্যারাসেলিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যটক ঝাউগাছে আটকে দড়িসহ ঝুলে ছিলেন, বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কক্সবাজার শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে দরিয়ানগর সংলগ্ন প্রেসিডেন্ট বিচ পয়েন্টে ‘স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস’ পরিচালিত একটি প্যারাসেলিং রাইডে এ দুর্ঘটনা ঘটে। পরে বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে গতকাল রবিবার (৩১ আগস্ট) থেকে সৈকতে সব প্যারাসেলিং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যারাসেলিংয়ের সময় এক পর্যটক ঝাউগাছে আটকে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ২ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিহিত এক পর্যটক প্যারাস্যুটের দড়িসহ ঝাউগাছের ডালে আটকে আছেন।

বেশ কিছুক্ষণ তিনি ঝুলে আছেন। নিচে থাকা লোকজন উদ্বিগ্নভাবে তার দিকে তাকিয়ে আছেন। একজন ব্যক্তি গাছে উঠে তাকে উদ্ধারের চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, ‘ওই পর্যটক অনেক সময় গাছে ঝুলে ছিলেন।

দেখে মনে হচ্ছিল- যেকোনো সময় পড়ে যেতে পারেন। পরে প্যারাসেলিংয়ের লোকজন তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। এসময় ওই পর্যটক খুব আতঙ্কিত ছিলেন।’
স্যাটেলাইট ভিশন সি স্পোর্টসের ম্যানেজার নুর মোহাম্মদ বলেন, ‘ওই পর্যটক নিয়ম মেনে চলেননি বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় কেউ আহত হননি।

তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।’
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম খান বলেন, ‘প্যারাসেলিংয়ের সময় ঝাউগাছে আটকে পড়া পর্যটক সুস্থ আছেন বলে জেনেছি। তবে এ ঘটনার পর সৈকতের সব প্যারাসেলিং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category