বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী দেশ বরেণ্য শ্রমিক নেতা এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন বিএনপিই একমাত্র গনতান্ত্রিক দল, যারা জনগনের গনতন্ত্র ফিরিয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় গত সতের বছর আওয়ামী সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিলো, কিন্তু বিএনপি জনগনের হাতে গনতন্ত্র ফিরিয়ে দিতে কারো সাথে আপোষ করেনি।
শনিবার (২৬ এপ্রিল) পাবনা সদর উপজেলা গয়েশপুর ইউনিয়ন এ পয়দা বাজারে গয়েশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় দুলাল মাস্টার স্মৃতি সংঘ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন একটি সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে দূর্নীতিবাজদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবেনা। সেজন্য নিজেদের মাঝে বিভেদ ভুলে সকল কে ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিএনপিকে জনগনের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে হবে। এবং জনগণের মাঝে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
তিনি দুলাল মাস্টারের প্রতি স্মৃতিচারণ করে বলেন দুলাল মাস্টার ছিলেন একজন নিবেদিত প্রাণ দলের প্রতি তার অবদান অপরিসীম। আজকের এই স্মৃতি সংঘ উদ্বোধনের মাধ্যমে তার যে দেশপ্রেম আমরা সেই আদর্শিক চিন্তা বাস্তবায়ন করতে পারি এবং তাকে সহ যে কয়জন কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে আমরা সরকারের কাছে আবেদন জানাই। যে সকল সন্ত্রাসীর হাতে নৃশংস খুন হয়েছে তাদের বিচার চাই, এবং তার স্বপ্ন বাস্তবায়নে এই সংঘকে যে সহযোগিতা করা উচিৎ আমি সবকিছু করবো এবং আমি এই গয়েশপুর ইউনিয়ন বাসীকে উদ্দেশ্য করে বলতে চাই বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতি করেনা, জনগনের সুশাসনের প্রতিষ্ঠার রাজনীতি করে, শুধু গয়েশপুর নয় এই পাবনায় কোন সন্ত্রাসের আগমন ঘটতে দেওয়া যাবেনা। যদি কেউ এমন চিন্তা চেতনা লালন করে থাকেন আজ থেকে সেটা ভুলে যান। আসুন আমরা দুলাল মাস্টার এর যে ব্যক্তিত্ব এবং রাজনৈতিক আদর্শ তা বাঁচিয়ে রাখতে এক হয়ে কাজ করি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুলাল মাস্টার এর ছোট ভাই মির্জা রানা, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান টুটুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম মুসা, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পাবনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম লালু, পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, গয়েশপুর ইউনিয়ন বিএনপির নেতা তবিবুর রহমান, বিএনপি নেতা বাবু সরকারি এডওয়ার্ড কলেজ এর সাবেক এজিএস পলাশ প্রমুখ, এছাড়াও পাবনা জেলার বিভিন্ন ইউনিট এর নেতাকর্মী। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পয়দা এলাকাবাসী।