• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
  • |
  • |
Headline :
ফের সচিবালয়-যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ নলছিটিতে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের আলটিমেটাম জুলাই ঐক্যের শ্যামনগরে স্টুডেন্ট প্রোগ্রামে এ জনপদের লবনাক্তা মানুষের কথা শুনলেন জেলা প্রসাশক নতুন সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ মিতসুবিশি পাজেরো নলছিটিতে পাইলট কর্মসূচীর অবহিতকরণ সভা গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন ‘হুট করে একদিন চাকরি নাই, দুই-তিন মাস বাড়িতে বসে থাকা তো মানসিকভাবে বিরাট আঘাত’ জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শ্রমিকদের ২৩ দফা মেনে নিলেন কতৃপক্ষ, কাজে ফিরলেন উত্তরা ইপিজেডের শ্রমিকরা

গত একমাসে সারাদেশে ৪৮ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

স্পষ্টবাদী ডেস্ক / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

অর্থাৎ, গড়ে দৈনিক গ্রেপ্তার হয়েছে প্রায় এক হাজার ৫৬০ জন

পুলিশ সদর দপ্তরের এ তথ্য অনুযায়ী গত ১৯ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৩১ দিনে গ্রেপ্তারের দৈনিক গড় ‘অপারেশন ডেভিল হান্ট’র চেয়েও বেশি। ওই অভিযানে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এই সময়কালে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে গত ১০ মে—দুই হাজার ৭৭১ জন। রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ার দুই দিন পর থেকে গ্রেপ্তারের সংখ্যা বাড়তে থাকে।

জুলাই গণঅভ্যূত্থানে হত্যা, মানবতাবিরোধী অপরাধসহ নানা অভিযোগে ১২ মে আওয়ামী লীগ এবং এর সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে তৎপর হয় এবং সাবেক সংসদ সদস্যসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের গ্রেপ্তার করে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপারেশন) শাহজাদা মো. আসাদুজজামান দ্য ডেইলি স্টারকে জানান, কোনো বিশেষ কারনে নয়, বরং পুলিশের সক্রিয়তার কারণে গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, ‘নিষিদ্ধ রাজনৈতিক দলের সদস্যরা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করায় গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে।’

কয়েক মাস আগেও দৈনিক গড়ে এক হাজার থেকে এক হাজার ১০০ জন গ্রেপ্তার হতো বলে উল্লেখ করেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ডিএমপির গোয়েন্দা শাখা গত একমাসে ১৭৫ জনের বেশি আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে কয়েকজন সংসদ সদস্যও রয়েছেন।

সাবেক এই সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), জেবুন্নেসা আফরোজ (বরিশাল-৫), কাজী মনিরুল ইসলাম মনু (ঢাকা-৫), জাফর আলম (কক্সবাজার-১), আমিরুল আলম মিলন (বাগেরহাট-৪), সেলিনা ইসলাম (সংরক্ষিত আসন-৪৯, কুমিল্লা), শামীমা আখতার খানম ওরফে শামীমা শাহরিয়ার (সংরক্ষিত আসন-২১, সুনামগঞ্জ)।

এ ছাড়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে গত ৯ মে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার বাইরেও আওয়ামী লীগ নেতাদের ধরতে অভিযান অব্যাহত আছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময়ে খুলনা, কিশোরগঞ্জ, যশোর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও বরিশালসহ বিভিন্ন জেলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন ঝটিকা মিছিল করে।

ডিএমপি জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তাদের সমমনারা পুলিশের গতিবিধি অনুসরণ করে ঝটিকা মিছিল করে এবং সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। ছবি ও ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category