খুলনার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। মাছের দামও কমেনি। খুচরা ব্যবসায়ীদের দাবি, বৃষ্টি ও সরবরাহ না থাকায় সবজির দাম বেড়েছে।
রোববার (১২ অক্টোবর) খুলনার নতুন বাজার, মিস্ত্রি পাড়া বাজার, জোড়াকল বাজার ও নিউ মার্কেট বাজার ঘুরে এমনটা জানা যায়।

মাংসের বাজারে, ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা কেজি দরে, সোনালি ২৭০-২৮০ টাকা কেজি দরে ও লেয়ার ২৯০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে ও খাসির মাংস ১১৫০ টাকা থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে, রুই মাছ আকারভেদে ৩০০-৩৫০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৬০০-৮০০ টাকা কেজি, তেলাপিয়া ২০০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২২০০-২৩০০ টাকা কেজি দরে, ৭০০-৮০০ গ্রামের ইলিশের দাম ১৭০০-১৮০০ টাকা কেজি, ৪ থেকে ৫টি মিলিয়ে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা কেজি দরে।

পাইকারি বাজারে আড়তদাররা জানান, বাজারে সবজির সরবরাহ কম কিন্তু চাহিদা অনেক বেশি। বৃষ্টির কারণে সবজি না আসায় সব সবজির দাম কিছুটা বাড়তি। এরপর তো পরিবহন ব্যয়ও বেড়েছে। এজন্য দাম কিছুটা বেড়েছে।

জোড়াকল বাজারে বাজারে আসা তাহমিদা হক বলেন, ১০০ টাকায় এক পদে সবজি কেনাও কষ্টকর হয়ে পড়েছে। প্রতিদিন দাম বাড়ে। কমে মাত্র ১০ টাকা। কোনো সবজি ৫০ টাকার নিচে নেই। আর মাছের বাজারেও একই অবস্থা। সব ধরনের মাছের দাম বাড়তি। তিনি আরো বলেন, নিয়মিত বাজার মনিটরিং করলে ও সিন্ডিকেট ভাঙলে দাম এমনিই কমে যাবে বলে দাবি তার।