খুলনায় কৃষি ব্যাংক শাখার দরজা ও ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি
খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংক রূপসা ঘাট শাখায় দরজার তালা ও ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে রূপসা ঘাট এলাকার তিন তলা ভবনের দ্বিতীয় তলায় কৃষি ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সপ্তাহের শেষদিন হওয়ায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল থেকে ব্যাংক বন্ধ ছিল। রাতে সেখানে পাহারাদারও ছিল না। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে যান। পরে রূপসা থানায় বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের এক কর্মকর্তা।