• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
  • |
  • |

খাবারের সন্ধানে ৫ ঘণ্টার পথ পাড়ি দিয়ে চোখে গুলি খেল ফিলিস্তিনি কিশোর

আন্তর্জাতিক ডেস্ক / ২২ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
খাবারের সন্ধানে ৫ ঘণ্টার পথ পাড়ি দিয়ে চোখে গুলি খেল ফিলিস্তিনি কিশোর

ক্ষুধায় কাতর পরিবারের জন্য খাবারের সন্ধানে গিয়েছিলেন ১৫ বছর বয়সী কিশোর আবদুল রহমান আবু জাজার। কিন্তু ইসরায়েলের নিষ্ঠুর বর্বরতায় চোখে গুলি নিয়ে ফিরতে হলো কিশোরটিকে। তার বাঁ চোখে গুলি করে ইসরায়েলি সেনারা। ঘটনাটি ঘটেছে ফিলিস্তিনের গাজা নগরীতে। খবর আল জাজিরা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত জিএইচএফ ত্রাণকেন্দ্রে গিয়ে চোখে গুলিবিদ্ধ হন জাজার। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে তার চিকিৎসা চলছে।

বাঁ চোখে সাদা রঙের ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জাজার আল-জাজিরাকে জানায়, ‘চোখে গুলি লাগার পরও ইসরায়েলি সেনারা তাকে লক্ষ্য করে অনবরত গুলি ছুড়তে থাকেন। তখন জাজারের মনে হয়েছিল, ‘এই বুঝি শেষ। মৃত্যু সন্নিকটে।’

জাজার বলেন, আমার ও ভাইবোনদের খাওয়ার মতো কিছু না থাকায় রাত প্রায় দুইটার দিকে প্রথমবারের মতো ওই ত্রাণ কেন্দ্রে যাই। অনেক ভিড়ের মধ্যে গাজা নগরীর আল-মুনতাজাহ পার্কের ওই কেন্দ্রে পৌঁছাতে জাজারের প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগেছিল।

এই কিশোর বলেন, ‘আমরা দৌড়াচ্ছিলাম। ঠিক তখন ওরা (ইসরায়েলি সেনারা) গুলি করা শুরু করে। আমি আরও তিনজনের সঙ্গে ছিলাম। তিনজন আহত হই।’

‘পরবর্তীতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর যখন জ্ঞান ফেরে তখন আমি আশপাশের লোকজনকে জিজ্ঞেস করেছি, আমি কোথায়? তখন আশপাশের লোকজন জাজারকে জানান, সে গুলিবিদ্ধ হয়েছে।

জাজারের চোখে অস্ত্রোপচার করাতে হয়েছে। তবে প্রত্যাশার কথা জানিয়ে শিশুটি বলে, ‘আশা করি, আমার দৃষ্টিশক্তি ফিরে আসবে।’

এদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় রোববার জানায়, তারা প্রায় ১১৯টি মরদেহ পেয়েছে। যার মধ্যে ১৫টি মরদেহ ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৬৬ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।

হাসপাতালের একটি সূত্র আল জাজিরাকে জানায়, রোববার প্রায় ৯২ জনকে গুলি করে হত্যা করে ইসরায়েল। এদের মধ্যে ৫৬ জন খাবারের সন্ধানে গিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category