জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ঘোষণা করে বৃহস্পতিবার রাতে। এর ফলে বোর্ড সভাপতি হিসেবে পদটা শূন্য হয়ে পড়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ.
আজ শুক্রবারই (৩০ মে) আমিনুল ইসলাম বুলবুলকে বোর্ড পরিচালক মনোনীত করে প্রজ্ঞাপন জারি করেছে। সেই সভাতে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবি পরিচালক হিসেবে প্রবেশ করেছেন। এই সভাতেই বুলবুলকে সভাপতি হিসেবে ঘোষণা করা হতে পারে! বুলবুল মিরপুরে বিসিবি কার্যালয়ে আসেন আজ শুক্রবার বিকেল পাঁচটার সময়। এসেই সোজা চলে যান বোর্ড মিটিংয়ের রুমে।
বুলবুলের আগে মাহবুব আনাম, কাজী ইনাম আহমেদ, ফাহিম সিনহা, আকরাম খানসহ বিসিবির অন্য পরিচালকরা কার্যালয়ে আসেন। এ সময় বুলবুল আসার পর স্টেডিয়ামের সাসনে বেশ কিছু লোক স্লোগান দিতে থাকেন।
বৃহস্পতিবার বিসিবি সভাপতি হওয়া নিয়ে বুলবুল ক্রিকইনফোকে বলেছিলেন, ‘আমাকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল, আমি তাতে রাজি হয়েছি। এখন কেবল প্রক্রিয়া অনুসরণ করার বিষয়। যেহেতু সুযোগ এসেছে, আমি কাজ করবো।