১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় প্রতিষ্ঠিত ভোক্তাদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং নীতিমালা প্রনয়নে কাজ করে থাকা বেসরকারি, অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর পাবনা জেলা শাখার আয়োজনে ভোক্তা সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ মে দুপুর ১১ টায় শহরের দিলালপুর বেলতলা রোডে অবস্থিত ঐতিহ্যবাহী “শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের” হল রুমে ঘন্টাব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশীদ।
ক্যাব পাবনার সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা এর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
এরপর ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা এর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং প্রশ্নের জবাব দেন।
এতে বিদ্যালয়ের ১০ম শ্রেণীর সুরাইয় আক্তার প্রথম, পায়েল দাস দ্বিতীয় ও নবম শ্রেণীর নীপা আক্তার তৃতীয় স্থান অধিকার করেন। পরে তাদের পুরস্কৃত করা হয়।
ক্যাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম’র সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক শফিক আল কামাল, সাংগঠনিক সম্পাদক ড. মনছুর আলম, সদস্য কবি আজিজা পারভীন ও ব্র্যাক এসএসএফ প্রোগ্রাম এরিয়া ম্যানেজার সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন দৈনিক সরেজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন ও বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী। সভাপতির সমাপনি বক্তব্যের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিএনএফ টিভি’র চেয়ারম্যান খালেদ আহমেদ আল চিশতী নিজামি ফকির।
আয়োজকরা জানান, শহরের অধিকাংশ উচ্চ বিদ্যালয় ও কলেজে ভোক্তাদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষে ক্যাব পাবনা শাখা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মধ্যে সভা সেমিনার অব্যাহত রেখেছে।
প্রতি মঙ্গলবার শহরের কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই সভা অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত তিনটি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।