• শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
  • |
  • |

‌কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
‌কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

“অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮ — ২৪ আগস্ট) শুরু হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন পুকুরে দেশীয় প্রজাতির পোনা অবমুক্তকরণের পর উপজেলা পরিষদের হলরুম লাল শাপলায় আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ। এ সময়- উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, প্রাণী সম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোতাহার হোসেন সরদার, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ফায়েকুজ্জামান শেখ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ, এনপিপির নেতা তৌহিদুল ইসলাম, মৎস্যজীবী- তোতা মিয়া হাওলাদার, ফরিদ শেখ, মিতু হালদার, সাংবাদিক মিজানুর রহমান বুলু সহ অনেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে প্রকৌশলী সফিউল আজম, যুবউন্নয়ন কর্মকর্তা শাজাহান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার, আবুল কালাম দাড়িয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্যজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। সব শেষে মাছ চাষে বিশেষ অবদান রাখার জন্য দুই জন মৎস্যজীবীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category