বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে লালমাই থানা পুলিশের একটি দল।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ওসি বলেন, ‘সদর দক্ষিণ মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সেক্রেটারী শান্ত গ্রেপ্তার
আজ সকালে তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’
গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম শান্ত ওরফে মনির শাহ চেঙ্গাহাটা গ্রামের শাহ আলমের ছেলে। চব্বিশের ৫ আগস্টের পর কিছুদিন এলাকার বাহিরে থাকলেও সম্প্রতি তিনি এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় হন। দলের পক্ষে প্রায় প্রতিদিনই তিনি স্যোসাল মিডিয়ায় লিখছিলেন।