পাশাপাশি বলিউড পরিচালক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধর্মা প্রোডাকশন’-এর একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথাও বলেন। পডকাস্টে উপস্থাপক ফাঁস করেন, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর জন্য জয়াকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।
কথাটি শুনে জয়া আহসান বলেন, ‘ও মা-বাবা! এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। একটা অন্যরকম ছিল, পরে আর ওটা হয়নি। আমি করিনি, তখন করা হয়নি।
ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যানড থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটা হবেই।’ বলিউডে জয়ার কাজের প্রশংসা যে সেখানকার তারকারাও করেন, তার প্রমাণ মেলে আরেকটি ঘটনায়।
উপস্থাপক জানান, জয়ার অভিনীত ‘রাজকাহিনী’ ছবিটি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং অভিনেত্রী বিদ্যা বালান তাকে ফোন করেছিলেন। উপস্থাপকের প্রশ্নের জবাবে জয়া জানান, বলিউডের অনেক তারকার সঙ্গেই ঘনিষ্ঠতা রয়েছে। এক সময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে পাশে পেয়েছিলেন তিনি।
ক্রিকেট খেলার সূত্রেও বলিউড তারকাদের সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। মালাইকা অরোরা, ইউসুফ পাঠানের মতো তারকারা সেলিব্রিটি ক্রিকেটে জয়ার টিমে ছিলেন। সংগীত পরিচালক ও গায়ক শুভেন্দু দাস। ‘গুলবাহার’ গানের সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন তিনি। গানের ভুবনে তার পথচলা দেড় যুগের বেশি।
এই সময়ের ব্যস্ত সংগীতশিল্পী কথা বলেছেন নানা প্রসঙ্গে।