প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর লিয়াকত আলী পরিবারের সঙ্গে উঠানে বসে কথা বলছিলেন। এ সময় আচমকা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। এতে তার পিঠ ও মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বার অভিযোগ করেছেন, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কুদরত উল্লাহর নেতৃত্বে সন্ত্রাসী খালেক, সাহাব উদ্দিনসহ ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী বাড়ির উঠোনেই তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি চালায়।
এদিকে ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লিংকরোড অংশে বিক্ষোভে নামেন। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় লিয়াকত আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, লিয়াকত আলী দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।