এসি বগিতে দাঁড়িয়ে যাত্রা, টিকিট যাচাই নেই — সিল্কসিটি ট্রেনে নজরদারির অভাব
১৮ জুন ২০২৫, ঈদের ১২তম দিন। ভ্রমণের চাপ কিছুটা কম হলেও এখনও রাজধানীমুখী ট্রেনযাত্রায় অনিয়মের চিত্র স্পষ্ট। রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি যখন চাটমোহর স্টেশন অতিক্রম করে, তখন লেখক এসি বগিতে ওঠেন।
প্রথম দৃষ্টিতে চোখে পড়ে — এসি বগির করিডোরে দাঁড়িয়ে আছেন বেশ কিছু যাত্রী। কেউ কেউ মালামালের ওপর বসে, কেউ বা জানালার পাশে ঠেস দিয়ে দীর্ঘ ভ্রমণে ক্লান্ত শরীর নিয়ে চলেছেন ঢাকার পথে। তবে বিস্ময়ের বিষয় হলো, এসি বগির ভেতরে এতো যাত্রী থাকা সত্ত্বেও কোনো টিকিট পরিদর্শক বা টিটি টিকিট যাচাই করতে আসেননি।
এসি কোচের ভাড়া সাধারণ যাত্রীবাহী কোচের চেয়ে প্রায় দ্বিগুণ। সেখানে দাঁড়িয়ে যাত্রা করাও স্বস্তিকর নয়, আবার যদি টিকিট ছাড়া যাত্রা হয়, তবে তা রেলের রাজস্ব ক্ষতির পাশাপাশি নিয়মনীতি ভঙ্গের স্পষ্ট উদাহরণ।
ট্রেনটি যখন টাঙ্গাইল স্টেশন অতিক্রম করে, তখনো একই চিত্র: দাঁড়িয়ে থাকা যাত্রী, শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে গরমে কষ্ট এবং কোথাও কোনো টিটির দেখা নেই।
এই অবস্থায় প্রশ্ন জাগে — ট্রেনের এসি বগিতে কীভাবে দাঁড়িয়ে যাত্রা সম্ভব? কেন টিকিট যাচাই হচ্ছে না? রেল কর্তৃপক্ষের এমন দায়িত্বহীনতায় নিয়মিত যাত্রীরা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি নিরাপত্তা ও রাজস্ব দুটোই বিঘ্নিত হচ্ছে।
রেলব্যবস্থায় উন্নয়ন যতই হোক, যদি তদারকি ও নিয়ন্ত্রণ ঠিক না থাকে, তবে যাত্রীরা বারবারই এমন অনভিপ্রেত অভিজ্ঞতার সম্মুখীন হবেন।