আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১১টার দিকে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এসসয় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে। একপর্যায়ে অফিসের ভেতরে ঢুকে সাইনবোর্ড, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান বলেন, ভাঙচুরের সময় পুলিশ গিয়ে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী নগরের সাহেব বাজারে জাতীয় পার্টির (জাপা) রাজশাহী জেলা ও মহানগরের অফিসে ভাঙচুর চালানো হয়। এ সময় অফিসের সামনে লাগানো সাইনবোর্ড খুলে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।